Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, চৌদ্দগ্রাম, কুমিল্লা কার্যালয়ের কর্ম-পরিকল্পনা ও সিটিজেন চার্টার নিম্নরূপঃ

 

১. কাবিখা, টি.আর/ভিজিডি/ভিজিএফ ইত্যাদি বিভিন্নখাতে চাল,গম/গমের চাহিদাপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে প্রাপ্তি সাপেক্ষে অত্র কার্যালয় হতে ডিও ইস্যু করণ এবং প্রকৃত ডিও ধারীদের তা প্রদান করে খাদ্য গুদাম হতে চাল/গম বুঝিয়ে দেয়া।

২. চালকল মালিকগণ মিলিং লাইসেন্স এর জন্য সরকারী নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন দাখিল করার পর তদন্ত সাপেক্ষে লাইসেন্স গ্রহণ করতে পারবেন।

৩. ওএমএস কার্যক্রম বাস্তবায়ন কল্পে সরকারী আদেশানুযায়ী ডিলার নিয়োগ করাসহ ট্রেজারী চালানমূলে সরকারী অর্থ জমা করে ডিলারগণের অনুকূলে ডিও জারী করা হয়।

৪. খুচরা পর্যায়ের খাদ্য ব্যবসায়ী এবং আটাচাক্কী মিলারদের লাইসেন্সের জন্য কাগজপত্রসহ আবেদন দাখিল করার পর তদন্ত সাপেক্ষে ঋড়ড়ফ মৎধরহ খরপবহংব প্রদান করা হয়।

৫. সুলভমূল্যে ইউনিয়ন পর্যায়ে কার্ডের মাধ্যমে চাল , গম বিতরণ করা হয়।

৬. তাছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে জারীকৃত যেকোন আদেশ বাস্তবায়ন ও তদানুযায়ী সেবা প্রদান করা হয়।